আন্তর্জাতিক ডেস্কঃ মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি)-কে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি (এএ)-এর বিরুদ্ধে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের অপহরণ, নির্যাতন, হত্যা এবং শিরশ্ছেদের মতো যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে। ব্যাংকক-ভিত্তিক এই সংস্থাটির নতুন তদন্তে বলা হয়েছে, রাখাইনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণকারী এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি তাদের অধীনস্থ গ্রাম এবং অস্থায়ী আটক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।
ফর্টিফাই রাইটস-এর মানবাধিকার বিশেষজ্ঞ ইজাজ মিন খান্ট বলেছেন, আরাকান আর্মি রোহিঙ্গাদের ব্যাপক অপহরণ, পাশবিক নির্যাতন এবং হত্যার জন্য দায়ী, যাদের মধ্যে কয়েকজনকে শিরশ্ছেদ অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও উল্লেখ করেন যে, এই কাজগুলো যুদ্ধের আইনের স্পষ্ট লঙ্ঘন। ফর্টিফাই রাইটস জানিয়েছে যে, তারা এই বছরের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত ৩৯ জন রোহিঙ্গা, যার মধ্যে আটজন নারীর সাক্ষাৎকার নিয়েছেন। এছাড়াও, তারা এসব কথিত অপরাধের ছবি এবং ভিডিও প্রমাণ যাচাই করেছে।