News71.com
 International
 06 Aug 25, 09:46 AM
 32           
 0
 06 Aug 25, 09:46 AM

ভারতের উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি॥৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ  

ভারতের উত্তরাখন্ডে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি॥৪ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরাখন্ড রাজ্যের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ প্রবল বর্ষণে খির গঙ্গা নদীর উজানে ভয়াবহ বন্যা দেখা দেয়। আজ মঙ্গলবার এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আকস্মিক বন্যার এক বিশাল ঢেউ এলাকাটি ভাসিয়ে নিয়ে গেছে। বর্তমানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যদের ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বেশ কয়েকটি ছোট গেস্টহাউস, হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিছু হোটেল ও হোমস্টে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, ১০ থেকে ১২ জন শ্রমিক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে থাকতে পারেন। এ ছাড়া বারকোট তহসিলের বানাল্লাপট্টি এলাকায় প্রায় ১৮টি ছাগল স্রোতে ভেসে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন