News71.com
 International
 06 Aug 25, 09:46 AM
 37           
 0
 06 Aug 25, 09:46 AM

যুক্তরাষ্ট্রের বোয়িংয় বিমান কারখানায় শ্রমিক অসন্তোষ॥বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট  

যুক্তরাষ্ট্রের বোয়িংয় বিমান কারখানায় শ্রমিক অসন্তোষ॥বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ও অস্ত্র নির্মাতা বোয়িং-এর কয়েকটি কারখানায় কয়েক হাজার শ্রমিক ধর্মঘটে নেমেছেন। সোমবার (৪ আগস্ট) থেকে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস ও সেন্ট চার্লস এবং ইলিনয়ের মাসকুটা শহরের কারখানাগুলিতে এই ধর্মঘট শুরু হয়। মূলত বেতন বৃদ্ধি ও নতুন চুক্তির শর্ত নিয়ে বোয়িং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় এ সিদ্ধান্ত নেন শ্রমিকরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স (IAM)-এর প্রায় ৩,২০০ সদস্য রোববার চার বছরের একটি সংশোধিত শ্রমচুক্তি প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন। সংগঠনের মিডওয়েস্ট অঞ্চলের সহসভাপতি স্যাম সিসিনেলি বলেন, “আমাদের সদস্যরা এমন প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করেন, যা পুরো দেশকে সুরক্ষিত রাখে। তারা এমন একটি চুক্তি পাওয়ার অধিকার রাখে, যা তাদের পরিবার এবং পেশাগত দক্ষতার প্রতি সম্মান দেখায়।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন