আন্তর্জাতিক ডেস্কঃ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ এবং পরিবেশমন্ত্রী ইবরাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) স্থানীয় সময় সকালে রাজধানী আক্রা থেকে উড্ডয়নের পর দক্ষিণাঞ্চলের ঘন বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন- প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোআমাহ, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মুহাম্মদ এবং জাতীয় গণতান্ত্রিক কংগ্রেস (এনডিসি) দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং। এদিকে ঘানার সেনাবাহিনী জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের আশান্তি অঞ্চলের গভীর বনভূমিতে সামরিক বাহিনীর জেড-৯ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় টেলিভিশন চ্যানেল জয় নিউজ মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যায় ঘন জঙ্গলের মধ্যে ধোঁয়া উঠছে ধ্বংসাবশেষ থেকে।