News71.com
 International
 07 Aug 25, 11:16 AM
 35           
 0
 07 Aug 25, 11:16 AM

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি॥আহত ৫  

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে গোলাগুলি॥আহত ৫   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টেওয়ার্ট সেনাঘাঁটিতে এক সেনার এলোপাতাড়ি গুলিতে অন্তত পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় হামলাকারীকে দ্রুত আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, গুলি চালানো সেনা সদস্যের নাম কর্নেলিয়াস রেডফোর্ড। ২৮ বছর বয়সী এই সার্জেন্ট ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা এবং ফোর্ট স্টেওয়ার্টের দ্বিতীয় ব্রিগেডের অধীন কর্মরত ছিলেন। তিনি ২০১৮ সালে অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। যদিও তার কোনো যুদ্ধ-অভিজ্ঞতা নেই এবং এর আগে তার বিরুদ্ধে কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। সেনাবাহিনী জানিয়েছে, গোলাগুলিতে আহত পাঁচ সেনার মধ্যে দুজনকে সাভানার মেমোরিয়াল হেলথ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে এবং বাকি তিনজনকে সেনাবাহিনীর নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সকল আহত সেনার অবস্থা স্থিতিশীল এবং তাদের সুস্থ হয়ে ওঠার আশা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন