আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতি সেনাবাহিনীতে নারী সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া জোরদার করতে নারী প্রশিক্ষক পাঠাবে বাংলাদেশ। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলছে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আশারক আল আওসাত। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ হুসেইন স্থানীয় দৈনিক আল-জারিদাকে বলেন, কুয়েতি সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশি নারী সেনা সদস্যদের কুয়েতি নারী সদস্যদের প্রশিক্ষণে যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কুয়েত ধাপে ধাপে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়াচ্ছে। ২০২১ সালে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু পদে নারীদের যোগদানের অনুমতি দেয় কুয়েত সরকার। এরপর চলতি বছরের জুনে প্রথমবারের মতো আলি আল সাবাহ সামরিক কলেজে নারী অফিসার ক্যাডেটদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এ প্রসঙ্গে গত এপ্রিল মাসে কুয়েতি সেনাবাহিনীর উপ-প্রধান জেনারেল পাইলট শেখ সাবাহ আল-জাবের আল সাবাহ বলেন, ‘নারীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি কুয়েতি সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের অংশ।’