News71.com
 International
 09 Aug 25, 10:45 PM
 25           
 0
 09 Aug 25, 10:45 PM

যুক্তরাষ্ট্র থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত॥ প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল  

যুক্তরাষ্ট্র থেকে বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত॥ প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরপিত শুল্ক নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লির উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বিষয়টি সম্পর্কে অবগত তিন ভারতীয় কর্মকর্তার বরাতে শুক্রবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, শুল্ক আরোপের পর নয়াদিল্লির অসন্তোষের প্রথম স্পষ্ট লক্ষণ এটি। কয়েক দশকের মধ্যে দুই দেশের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। দু'টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে 'ক্রয়ের ঘোষণার জন্য' ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করেছিল ভারত। কিন্তু সেই সফর বাতিল করা হয়েছে। ৬ আগস্ট ট্রাম্প রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেন। তিনি বলেছিলেন, দেশটি রাশিয়ার ইউক্রেন আক্রমণে অর্থায়ন করছে। এর ফলে ভারতীয় রপ্তানির ওপর মোট শুল্ক ৫০ শতাংশে উন্নীত হয়- এটি যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন