News71.com
 International
 11 Aug 25, 10:29 AM
 39           
 0
 11 Aug 25, 10:29 AM

ফ্রান্সে পত্রিকার সবশেষ হকার আলী আকবরকে সম্মাননা দিচ্ছেন প্রেসিডেন্ট মাক্রোঁ॥  

ফ্রান্সে পত্রিকার সবশেষ হকার আলী আকবরকে সম্মাননা দিচ্ছেন প্রেসিডেন্ট মাক্রোঁ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ৫০ বছরেরও বেশি সময় ধরে প্যারিসের রাস্তায় হেঁটে সংবাদপত্র বিক্রি করা হকার আলী আকবরকে দেশটির অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব মেরিট’-এ ভূষিত করা হচ্ছে। আগামী মাসে ব্যতিক্রমী এই স্বীকৃতি প্রদান করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। প্রেসিডেন্ট ছাত্রাবস্থায় আকবরের কাছ থেকেই পত্রিকা কিনতেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়। ৭২ বছর বয়সী আকবর ফ্রান্সের সর্বশেষ সংবাদপত্র হকার হিসেবে পরিচিত। তিনি প্যারিসের বিখ্যাত সেইন্ট জার্মান এলাকায় প্রতিদিন হাতে নিয়ে বিভিন্ন সংবাদপত্র বিলি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন