News71.com
 International
 11 Aug 25, 10:51 PM
 32           
 0
 11 Aug 25, 10:51 PM

রক্ষণাবেক্ষণের জন্য ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাময়িক বন্ধ॥  

রক্ষণাবেক্ষণের জন্য ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট সাময়িক বন্ধ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে অবস্থিত কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) জানিয়েছে, ১ হাজার মেগাওয়াট ক্ষমতার ইউনিট-১ গত ৩ আগস্ট থেকে বন্ধ রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা তামিলনাড়ু ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশন কোম্পানির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং এটি প্রায় ৬৫ দিন স্থগিত থাকবে। এদিকে, কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড লিমিটেড (কেসইবিএল) সতর্ক করে জানিয়েছে, ইউনিটটি বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন রাজ্যে সর্বোচ্চ চাহিদার সময় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে। এর ফলে স্বল্পমেয়াদে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যগুলোকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন