News71.com
 International
 12 Aug 25, 10:17 PM
 21           
 0
 12 Aug 25, 10:17 PM

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের ফোনালাপ॥  

ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে সৌদি যুবরাজ সালমানের ফোনালাপ॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। সোমবার (১১ আগস্ট) এক ফোনালাপে এই নিয়ে আলোচনা করেন তারা। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গিয়েছে, গাজা উপত্যকার নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি যুবরাজ। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান তিনি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক সংকট মোকাবিলা ও সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। ওয়াফা সংবাদ সংস্থার তথ্যানুযায়ী, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট আব্বাস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন