News71.com
 International
 12 Aug 25, 10:18 PM
 21           
 0
 12 Aug 25, 10:18 PM

ভারত ও চীনের মধ্যে পুনরায় সারাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি॥  

ভারত ও চীনের মধ্যে পুনরায় সারাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি॥   

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী মাসের প্রথম দিকে সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে ভারত ও চীন। মঙ্গলবার (১২ আগস্ট) ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাতে এমন তথ্য জানিয়েছে দি ইকোনমিক টাইমস। প্রতিবদনে জানানো হয়েছে, এই পদক্ষেপে স্থগিত থাকা দুটি সর্বাধিক জনবহুল দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরুদ্ধার করা। এরইমধ্যে ভারতীয় বিমান সংস্থাগুলিকে স্বল্প সময়ের নোটিশে চীনে ফ্লাইটের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রগুলি আরও জানিয়েছে, আগস্টের শেষে চীনে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনের সময় একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রতিবেদনে বলা হয়, কোভিড মহামারী চলাকালীন ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে যাত্রীরা হংকং বা সিঙ্গাপুরের মতো কেন্দ্রস্থল হয়ে পরোক্ষ রুটের মাধ্যমে এই দুই দেশে ভ্রমণ করতো। সম্প্রতি ভারত রাশিয়ান তেল ক্রয়ের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার পর চীনের সঙ্গে ভারতের এই পদক্ষেপ নেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন