News71.com
 International
 12 Aug 25, 10:18 PM
 26           
 0
 12 Aug 25, 10:18 PM

জেলিফিশ আটকে বন্ধ ফ্রান্সের পরমাণু বিদ্যুৎকেন্দ্র॥  

জেলিফিশ আটকে বন্ধ ফ্রান্সের পরমাণু বিদ্যুৎকেন্দ্র॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের অন্যতম বৃহৎ পরমাণু বিদ্যুৎকেন্দ্র গ্রেভলাইন্স হঠাৎ বন্ধ করে দিতে হয়েছে জেলিফিশের একটি বিশাল ঝাঁকের কারণে। বিদ্যুৎকেন্দ্রের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গভীর রাতে বিপুল সংখ্যক জেলিফিশ হঠাৎ করে বিদ্যুৎকেন্দ্রের কুলিং সিস্টেমের পানির ফিল্টারে আটকে যায়। ফলে চুল্লিগুলোতে ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়। বিষয়টি ঝুঁকিপূর্ণ মনে করে কর্তৃপক্ষ বিদ্যুৎকেন্দ্রটি আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উত্তর ফ্রান্সের উপকূলে অবস্থিত এই কেন্দ্রটি ছয়টি ইউনিটে মোট ৫.৪ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। যার মাধ্যমে অন্তত ৫০ লাখ পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হতো। বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে ফ্রান্সের সরকারি জ্বালানি সংস্থা ইডিএফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন