আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর তিন অঙ্কের শুল্ক স্থগিত আরও ৯০ দিনের জন্য বৃদ্ধি করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত শুল্ক আরোপের ওপর ৯০ দিনের জন্য মার্কিন সংস্থাগুলোর ওপর শুল্ক আরোপ স্থগিত করে। অন্যদিকে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন, তিনি চলতি বছর ১০ নভেম্বর রাত ১২টা ০১ মিনিট পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ স্থগিত রেখে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে শুল্ক চুক্তি আজ মঙ্গলবার রাত ১২:০১ মিনিটে শেষ হওয়ার কথা ছিলো। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আমাদের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে বাণিজ্য পারস্পরিকতার অভাব এবং এর ফলে সৃষ্ট জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।