News71.com
 International
 12 Aug 25, 10:18 PM
 25           
 0
 12 Aug 25, 10:18 PM

যুদ্ধবিরতির জন্য প্রস্তুত না রুশ প্রেসিডেন্ট॥অভিযোগ জেলেনস্কির  

যুদ্ধবিরতির জন্য প্রস্তুত না রুশ প্রেসিডেন্ট॥অভিযোগ জেলেনস্কির   

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনা সামনে রেখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির জন্য প্রস্তুতি নিচ্ছেন না। বরং উল্টো ইউক্রেনে ‘নতুন আক্রমণাত্মক অভিযানের’ জন্য সৈন্যদের প্রস্তুত করছেন। সোমবার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ দাবি করেন। খবর আলজাজিরার

জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘পুতিন আগামী শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠককে ‘একটি ব্যক্তিগত বিজয়’ হিসেবে উপস্থাপন করতে চাইছেন এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ আগের মতোই চালিয়ে যাবেন তিনি। এছাড়া যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য রাশিয়ানরা কোনো ধরনে বার্তা পেয়েছে বলে কোনো ইঙ্গিত নেই।’ ইউক্রেনের দক্ষিণ ফ্রন্ট-লাইন সেক্টরের সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভোলোশিন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, রাশিয়া আরও আক্রমণের জন্য জাপোরিঝিয়া অঞ্চলে কিছু সামরিক ইউনিট স্থানান্তর করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন