News71.com
 International
 14 Aug 25, 11:01 AM
 18           
 0
 14 Aug 25, 11:01 AM

ইউক্রেন যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে॥ডোনাল্ড ট্রাম্প  

ইউক্রেন যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়াকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে॥ডোনাল্ড ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ অবসানে রাজি না হলে রাশিয়া ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সতর্কবার্তা দেন। খবর সিএনএনের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন ইউক্রেইনে যুদ্ধ শেষ করতে সম্মত না হন, তবে রাশিয়াকে শুল্ক আরোপ থেকে শুরু করে নিষেধাজ্ঞাসহ নানা ধরনের কঠোর পদক্ষেপের মুখোমুখি হতে হবে। তার ভাষায়, 'আমাকে বলে দিতে হবে না, পরিণতি গুরুতর হবে।' পুতিনের সঙ্গে এর আগে তার ‘ভালো আলোচনা’ হয়েছিল। তবে বাড়ি ফেরার পর খবর পান—'একটি রকেট কোনো নার্সিং হোমে গিয়ে পড়েছে বা কোনো অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ।' এই বাস্তবতা তার অবস্থানকে আরও কঠোর করেছে বলে ইঙ্গিত দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন