News71.com
 International
 14 Aug 25, 11:02 AM
 21           
 0
 14 Aug 25, 11:02 AM

মোদির চীন সফরের আগেই ভারত যাচ্ছেন বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক॥  

মোদির চীন সফরের আগেই ভারত যাচ্ছেন বেইজিংয়ের শীর্ষ কূটনীতিক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ আগস্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনার জন্য নয়াদিল্লি সফর করবেন। সূত্রের বরাত দিয়ে বুধবার (১৩ আগস্ট) হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। পাঁচ বছর আগে লাদাখে সংঘর্ষের ফলে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম চীন সফরের আগ মুহূর্তে ওয়াং ই'র এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষ করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লি ও বেইজিংয়ের ওপর বিশাল শুল্ক আরোপের পটভূমিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চীন সফর করেন। সফরের সময় তিনি চীনের ওয়াং ই'র সঙ্গেও দেখা করেছিলেন। জয়শঙ্করের সফরের আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জুন মাসে এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নিতে চীন সফর করেছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন