News71.com
 International
 15 Aug 25, 12:25 PM
 18           
 0
 15 Aug 25, 12:25 PM

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫॥  

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে নিহত ২৫॥   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভারী বর্ষণের পর সৃষ্ট এই দুর্যোগের খবর নিশ্চিত করেছে পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে জানানো হয়েছে, গিলগিত বালতিস্তান, আজাদ জম্মু-কাশ্মীরের কয়েকটি এলাকা এবং খাইবার পাখতুনখাওয়ার বাজুর জেলায় টানা বর্ষণে আকস্মিক বন্যা দেখা দেয়। গিলগিত বালতিস্তান সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক জানিয়েছেন, ঘিজার জেলার খালথি উপত্যকায় তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একজন নারী। এছাড়া সেখানে তিনজন এখনো নিখোঁজ, যাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। দিয়ামারের বোনার এলাকায় এক ভাই ও বোন বন্যার পানিতে ভেসে গেছেন। অপরদিকে বাবুসার রোডে ভূমিধসে এক শিশু আহত হয়েছে। আকস্মিক বন্যায় ঘিজারের ইয়াসিন থোই এলাকায় বহু বাড়িঘর, স্কুল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন