News71.com
 International
 15 Aug 25, 12:25 PM
 18           
 0
 15 Aug 25, 12:25 PM

পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না ভারত॥ নরেন্দ্র মোদি

পারমাণবিক ব্ল্যাকমেইল মেনে নেবে না ভারত॥ নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে উদ্দেশ করে সতর্ক বার্তা দিয়ে বলেছেন, কোনোভাবেই পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত। স্বাধীনতা দিবসের ভাষণে তিনি প্রতিবেশী দেশের প্রতি কড়া অবস্থান জানান। শুক্রবার (১৫ আগস্ট) সকালে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, 'ভারতের পানি শত্রুর জমি সেচের কাজে ব্যবহার হয়েছে, অথচ আমার ভূমি শুকনো থেকেছে। এখন ভারত ও ভারতীয় কৃষকরা তাদের প্রাপ্য পানির অধিকার ফিরে পাবে।' তিনি স্পষ্ট করে জানান, কৃষক ও দেশের স্বার্থে ভারত আর সিন্ধু পানি চুক্তিতে সম্মত নয়। অন্যদিকে পাকিস্তান ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেনাবাহিনীর জন্য ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইসলামাবাদে আয়োজিত উদযাপন অনুষ্ঠানের আগমুহূর্তে এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানান, আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই বাহিনী শত্রুকে 'সব দিক থেকে' আঘাত হানতে সক্ষম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন