আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু-কাশ্মীরের চোশিটি গ্রামে ‘মেঘ বিস্ফোরণ’ থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৮ জন। শুক্রবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। কর্তৃপক্ষের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত ১৬৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছেন। মেঘ বিস্ফোরণ বলতে বোঝায়—কোনো এলাকায় হঠাৎ ভারী মেঘ জমে স্বল্প সময়ে অস্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত হওয়া, যা আকস্মিক বন্যার সৃষ্টি করে।