News71.com
 International
 16 Aug 25, 09:12 PM
 17           
 0
 16 Aug 25, 09:12 PM

সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক॥  

সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক॥   

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার (১৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন যাচ্ছেন। শনিবার সকালে এক বার্তায় জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য আমি কৃতজ্ঞ।’ জেলেনস্কি জানান, এর আগে ট্রাম্পের সঙ্গে তার এক ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রথমে দুই প্রেসিডেন্ট একান্তে বৈঠক করেন, পরে ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে যৌথ বৈঠক হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন