News71.com
 International
 06 Nov 25, 09:50 AM
 31           
 0
 06 Nov 25, 09:50 AM

নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা মামদানির॥  

নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা মামদানির॥   

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিশাল জয়ের পর নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন কীভাবে নেতৃত্ব দেবেন, সেদিকে মনোযোগ দেওয়া শুরু করেছেন। বুধবার (৫ নভেম্বর) নির্বাচনের একদিন পরই কুইন্সের ফ্লাশিং মিডোস করোনা পার্কে প্রথম সংবাদ সম্মেলন তিনি একথা বলেন। এই সময়ে মামদানি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, নিউইয়র্কের জন্য তহবিল নিশ্চিত করতে প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবেন। মামদানির জয়ে ক্ষুব্ধ ট্রাম্প নিউ ইয়র্কের উন্নয়ন তহবিল বন্ধ করে দেওয়ার পাশাপাশি শহরে সেনা পাঠানোরও হুমকি দিয়েছেন। এছাড়াও তিনি একটি ‘ট্রানজিশন টিম’ গঠনের ঘোষণা করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি ইতিহাস গড়েছেন। তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে পাশ কাটিয়ে এই জয় অর্জন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন