News71.com
 International
 06 Nov 25, 09:57 AM
 34           
 0
 06 Nov 25, 09:57 AM

ট্রাম্পের পর এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন॥  

ট্রাম্পের পর এবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব। উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা ২১ শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন