News71.com
 International
 28 Nov 25, 02:15 PM
 4           
 0
 28 Nov 25, 02:15 PM

আফগানিস্তানে ভারতীয় ব‍্যবসায়িদের বিশেষ সুবিধায় বিনিয়োগের আহ্বান॥

আফগানিস্তানে ভারতীয় ব‍্যবসায়িদের বিশেষ সুবিধায় বিনিয়োগের আহ্বান॥

 

আন্তর্জাতিক ডেস্কঃ বিশেষ সুবিধা দিয়ে আফগানিস্তানে বাণিজ্যে করতে ভারতীয় সংস্থাগুলিকে আমন্ত্রণ জানাল তালিবান সরকার। আফগানিস্তানে স্বর্ণখনি রয়েছে। ভারতীয় সংস্থাগুলি সেখানে বিনিয়োগ করলে পাঁচ বছরের জন্য কর ছাড় দেওয়া হবে। ওমনকী ওই বিনিয়োগের প্রয়োজনে সরঞ্জাম আমদানির ক্ষেত্রে মাত্র এক শতাংশ শুল্ক ধার্য হবে বলে জানালেন তালিবান সরকারের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজি। বর্তমানে ছ’দিনের সফরে ভারতে রয়েছেন তালিবান সরকারের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী। 

 

উল্লেখ্য ইতিমধ্যেই ভারত ও আফগানিস্তানের মধ্যে বাণিজ্যিক উড়ান চলাচলের শুরু হবে বলে জানানো হয়েছে দিল্লির তরফে। শুক্রবার ভারত সরকারের বিদেশ বিষয়ক যুগ্মসচিব (পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান) আনন্দ প্রকাশ বলেন, “আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুল-দিল্লি সেক্টর এবং কাবুল-অমৃতসর রুটে মালবাহী বিমান করিডোর সক্রিয় করা হয়েছে। খুব শীঘ্রই এই সেক্টরগুলিতে কার্গো উড়ান চলাচল শুরু হবে।” সোমবার দিল্লিতে বণিকসভার সঙ্গে এক আলোচনায় ভারতীয় সংস্থাগুলিকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ করেন আজিজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন