News71.com
 International
 02 Dec 25, 10:03 PM
 37           
 0
 02 Dec 25, 10:03 PM

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ ও নিরাপদ আছেন॥দেখা করেছেন রোনের সঙ্গে

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী সুস্থ ও নিরাপদ আছেন॥দেখা করেছেন রোনের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্কঃ সকল জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জীবিত ও সুস্থ আছেন । আজ মঙ্গলবার বিকেলে ইমরান খানের বোন ড. উজমা খানমের সঙ্গে আদিয়ালা জেলেই তাঁর সাক্ষাৎ হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ায় এবং স্বাস্থ্যের বিষয়ে সরকার কোনো স্পষ্ট তথ্য না দেওয়ায় দেশজুড়ে গুঞ্জন ও উদ্বেগ বাড়ছিল। উল্লেখ্য পরিবার বা নিজের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাদের সঙ্গে প্রায় টানা ২৫ দিন ধরে কোনো সাক্ষাৎ হয়নি ইমরান খানের। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে গুজব ছড়ায়।

গত মাসে ইমরান খানের তিন বোন—নুরিন নিয়াজি, আলীমা খান এবং উজমা খান অভিযোগ করেন, ভাইয়ের খোঁজ নিতে গেলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপর থেকেই ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও তীব্র হয়। ইমরান খানের  দুই ছেলেও মন্তব্য করেন, কারাগার কর্তৃপক্ষ ‘অপরিবর্তনীয় কিছু’ গোপন করার চেষ্টা করছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলে কাসিম খান জানান, আদালত থেকে কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকার পরও কাউকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছিল না। এমনকি ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসককেও জেলে ঢুকতে দেওয়া হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন