
আন্তর্জাতিক ডেস্কঃ ডেনমার্কে শেষ হতে যাচ্ছে ৪০০ বছরের ডাক যোগাযোগ ব্যবস্থা। চিঠি বিতরণের প্রচলিত এই ঐতিহ্যের সমাপ্তি ঘটবে আগামী ৩০ ডিসেম্বর। এদিন বন্ধ হয়ে যাবে দেশটির রাষ্ট্রায়ত্ত ডাক পরিষেবা পোস্টনর্ড-এর কার্যক্রম। এর মধ্য দিয়ে ১৬২৪ সাল থেকে চালু থাকা ডেনিশ ডাক পরিষেবার ইতিহাসের শেষ অধ্যায় লেখা হবে। ডেনমার্কে দ্রুত ডিজিটালাইজেশনের বিস্তার এবং চিঠির চাহিদা ব্যাপকভাবে কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পোস্টনর্ড। চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠানটি ডাক পরিষেবা বন্ধের ঘোষণা দেয়। চিঠির সংখ্যা এতটাই কমে গেছে যে পুরো সিস্টেম পরিচালনা আর লাভজনক নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।