News71.com
 International
 26 Dec 25, 01:42 PM
 32           
 0
 26 Dec 25, 01:42 PM

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা॥,লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প  

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা॥,লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর বিরুদ্ধে তার বাহিনী এ ‘শক্তিশালী ও প্রাণঘাতী হামলা’ শুরু করেছে। যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সোশ্যাল প্লাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ কথা জানান। খবর বিবিসির। আইএসকে ‘ঘৃণ্য সন্ত্রাসী’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, এই গোষ্ঠীটি ‘নিরীহ খ্রিস্টানদের টার্গেট করে নৃশংসভাবে হত্যা চালাচ্ছে’।

ট্রাম্প বলেন, মার্কিন সেনাবাহিনী ‘একাধিক নিখুঁত হামলা’ চালিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আরেক পোস্টে উল্লেখ করেন, ‘তিনি নাইজেরিয়ান সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ। মেরি ক্রিসমাস!’ পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড জানায়, নাইজেরিয়ার সঙ্গে সমন্বয় করে সোকোতো রাজ্যে এসব হামলা চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগ্গার বলেন, এটি ছিল একটি ‘যৌথ অভিযান’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন