News71.com
 International
 03 Jan 26, 12:44 PM
 33           
 0
 03 Jan 26, 12:44 PM

সন্ত্রাস বিরোধী আইনে পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড॥

সন্ত্রাস বিরোধী আইনে পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন কারাদণ্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত আটজন সাংবাদিকসহ বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে অনলাইনে প্রচার ও কর্মকাণ্ড চালানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসবিরোধী মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত এই রায় ঘোষণা করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, এই সাজা এসেছে ২০২৩ সালের ৯ মে সংঘটিত সহিংস বিক্ষোভের পর দায়ের করা মামলাগুলোর ভিত্তিতে। ওই দিন ইমরান খানকে গ্রেফতার করার পর তার সমর্থকেরা সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর থেকে সরকার ও সামরিক বাহিনী ইমরান খানের দল এবং ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করে। উসকানি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলার অভিযোগে শত শত ব্যক্তিকে সন্ত্রাসবিরোধী আইন ও সামরিক বিচারের আওতায় আনা হয়।

রায়ে আদালত বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড পাকিস্তানি আইনে সন্ত্রাসবাদের আওতার মধ্যে পড়ে এবং তাদের অনলাইন কনটেন্ট সমাজে ভয় ও অস্থিরতা ছড়িয়েছে। আদালতের নথি অনুযায়ী, দণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই পাকিস্তানের বাইরে অবস্থান করছেন এবং বিচার চলাকালে আদালতে হাজির হননি।দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে ইউটিউবার হওয়া আদিল রাজা ও সৈয়দ আকবর হুসেইন, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, মন্তব্যকার হায়দার রাজা মেহদি এবং বিশ্লেষক মঈদ পীরজাদা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন