
আন্তর্জাতিক ডেস্কঃ দায়িত্ব গ্রহণ করেই ইসরায়েলবিরোধী এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেন মামদানি। এর মধ্যে রয়েছে- ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ)। সেই সঙ্গে ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধও তুলে নিয়েছেন মামদানি। এতে তার বিরুদ্ধে ক্ষেপেছে ইসরায়েল। এই পদক্ষেপের জন্য ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানির বিরুদ্ধে ‘ইহুদিবিদ্বেষের আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদিবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদিবিদ্বেষী ঘি ঢালার সমান।