
আন্তর্জাতিক ডেস্কঃ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি জনাকীর্ণ বাজারে বন্দুকধারী সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে নাইজারের ডেমো গ্রামের কাসুয়ান দাকি মার্কেটে এই বর্বরোচিত হামলা চালানো হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেলে চেপে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী বাজারে ঢুকে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩০ জন এবং আহত হন আরও বহু মানুষ। স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত এই সন্ত্রাসীরা কেবল হত্যা করেই ক্ষান্ত হয়নি, তারা বাজারের বিভিন্ন দোকানে ব্যাপক লুটপাট চালায় এবং বেশ কিছু দোকানে অগ্নিসংযোগ করে জনমনে ত্রাসের সৃষ্টি করে।