News71.com
 International
 05 Jan 26, 12:59 PM
 22           
 0
 05 Jan 26, 12:59 PM

১৪ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পে দুবার কাঁপল ভারতের আসাম॥  

১৪ সেকেন্ডের ব্যবধানে ভূমিকম্পে দুবার কাঁপল ভারতের আসাম॥   

আন্তরজাকিতা ডেস্কঃ উত্তর-পূর্ব ভারতের আসামে ১৪ সেকেন্ডের ব্যবধানে হালকা ও মাঝারি মাত্রার দুটি ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভারতের স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিট ৩৮ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এরপর ভোর ৪টা ১৭ মিনিট ৫২ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ২ মাত্রার প্রথম ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ১৩ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ১৪ কিলোমিটার উত্তর উত্তর পূর্বে (26.368°N 92.394°E) । আর ৪ দশমিক ৯ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের ধিং থেকে ২২ দশমিক ৮ দশমিক ৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মরিগাঁও থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার উত্তর উত্তর পশ্চিমে (26.326°N 92.308°E) ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন