News71.com
 International
 08 Jan 26, 01:52 PM
 23           
 0
 08 Jan 26, 01:52 PM

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেফতার॥  

মালয়েশিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৭৭ জন গ্রেফতার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের সেরেম্বান ও নিলাই এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে অবৈধ অভিবাসী সন্দেহে ২৬ বাংলাদেশিসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত টানা এই অভিযান চালানো হয়। নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের (জেআইএমএনএস) পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানান, সেরেম্বান ও নিলাই এলাকার ১৩টি স্থানে একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে নিলাইয়ের একটি সাবান উৎপাদনকারী কারখানাকে মূল লক্ষ্যবস্তু করা হয়।

অভিযানকালে মোট ৩৯৫ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ১৯ থেকে ৪৭ বছর বয়সি ৭৭ জনকে বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে ৭১ জন পুরুষ ও ছয়জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ২৬ জন বাংলাদেশি পুরুষ, ২৬ জন ভারতীয় পুরুষ, ১০ জন পাকিস্তানি পুরুষ, পাঁচজন থাই পুরুষ ও একজন থাই নারী, তিনজন ইন্দোনেশীয় নারী ও একজন পুরুষ, তিনজন মিয়ানমারের পুরুষ ও দুইজন নারী। মোট গ্রেফতারের মধ্যে ৫৫ জনকে নিলাইয়ের ওই সাবান কারখানা থেকেই আটক করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন