
আন্তর্জাতিক ডেস্কঃ কিছু দেশের পাসপোর্ট অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এতে শক্তিশালী পাসপোর্টধারী নাগরিকরা ভ্রমণে কম বিধিনিষেধ এবং সীমান্তে কম অপেক্ষায় সুবিধা পেয়ে থাকে। সম্প্রতি হেনলি পাসপোর্ট ইনডেক্স এমন ‘এলিট’ পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে। চলতি বছর সূচকের শীর্ষ তিনটি পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। এর মধ্যে এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। আর যৌথভাবে দুই নম্বরে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে ১৮৮টি গন্তব্যে যেতে পারেন। সর্বশেষ সূচকে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৫ নম্বরে। মাত্র ৩৭টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের। এর আগের সূচকে ১০০ নম্বরে ছিল বাংলাদেশ।