News71.com
 International
 14 Jan 26, 11:47 AM
 13           
 0
 14 Jan 26, 11:47 AM

ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ॥ ইরান  

ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ॥ ইরান   

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের জাতিসংঘ দূত আমির সাইদ ইরাভানি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাগাড়ম্বরপূর্ণ বক্তব্যকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের স্পষ্ট উদাহরণ এবং বৃহত্তর শাসন পরিবর্তন নীতির অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানানো হয়েছে। এটি রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে, সহিংসতাকে উস্কে দেয় এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।

ইরাভানি জানান, ‘২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসন যুদ্ধের ব্যর্থতার প্রেক্ষাপটে ট্রাম্পের এ ধরনের বক্তব্য একটি বৃহত্তর শাসন-পরিবর্তন নীতির অবিচ্ছেদ্য উপাদান হিসেবে দেখা উচিত। আন্দোলনে নিরীহ বেসামরিক মানুষের, বিশেষ করে তরুণদের প্রাণহানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকার প্রত্যক্ষ ও অনস্বীকার্য আইনি দায় বহন করছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন