News71.com
 International
 15 Jan 26, 11:52 AM
 9           
 0
 15 Jan 26, 11:52 AM

বৈশ্বিক বাণিজ্যে চীনের নতুন মাইলফলক॥উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার  

বৈশ্বিক বাণিজ্যে চীনের নতুন মাইলফলক॥উদ্বৃত্ত ১.২ ট্রিলিয়ন ডলার   

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব অর্থনীতিতে শুল্ক যুদ্ধ ও ভূরাজনৈতিক টানাপোড়েন যখন চরমে, ঠিক সেই সময়ই নতুন রেকর্ড গড়েছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্কনীতি ও দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনার মধ্যেও ২০২৫ সালে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে।

চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বরেই প্রথমবারের মতো দেশটির বার্ষিক বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে মোট উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ১৮ হাজার ৯০০ কোটি ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে রফতানি কমলেও বিকল্প বাজারে ব্যাপক প্রবৃদ্ধিই এই রেকর্ড অর্জনের মূল চালিকাশক্তি।

যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিকল্প বাজারে চীনের নীতিনির্ধারকরা সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগতভাবে মার্কিন বাজারের ওপর নির্ভরতা কমিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে রফতানি বাড়ানোর ফলে যুক্তরাষ্ট্রের শুল্ক বাধা ও রাজনৈতিক চাপের প্রভাব অনেকটাই সামাল দিতে পেরেছে বেইজিং।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন