News71.com
 International
 19 Jan 26, 01:00 PM
 21           
 0
 19 Jan 26, 01:00 PM

কলম্বিয়ায় গেরিলা হামলা॥ নিহত ২৭  

কলম্বিয়ায় গেরিলা হামলা॥ নিহত ২৭   

আন্তর্জাতিক ডেস্কঃ কলম্বিয়ার মধ্যাঞ্চলের জঙ্গলঘেরা একটি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বামপন্থী গেরিলা সংগঠন ফার্ক -এর দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এটিই সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে জানিয়েছে সামরিক সূত্র। ঘটনাটি ঘটেছে রাজধানী বোগোটা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে গুয়াভিয়ার বিভাগে অবস্থিত এল রেতোরনো পৌরসভার গ্রামীণ এলাকায়। অঞ্চলটি কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে পরিচিত।

সংঘর্ষে জড়ায় কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)–এর দুটি ভিন্ন গোষ্ঠী। একটি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন নেস্তর গ্রেগোরিও ভেরা, যিনি ‘ইভান মর্দিস্কো’ নামে পরিচিত। অপর গোষ্ঠীর নেতা ছিলেন আলেকজান্ডার দিয়াস মেনদোজা, যিনি ‘কালারকা কর্দোবা’ নামে পরিচিত। সামরিক সূত্র অনুযায়ী, এই দুটি গোষ্ঠী আগে ‘সেন্ট্রাল জেনারেল স্টাফ’ নামে পরিচিত একই জোটের অংশ ছিল। তবে অভ্যন্তরীণ বিরোধের জেরে ২০২৪ সালের এপ্রিল মাসে তারা আলাদা হয়ে যায়। নিহত ২৭ জনই ভেরার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে সামরিক সূত্র। মেনদোজার গোষ্ঠীর একজন নেতাও সংঘর্ষ ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন