
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভারী তুষারপাতের কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০০টি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে বরফে ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির মিশিগান স্টেট পুলিশ । ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, তবে এ পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আই-১৯৬ মহাসড়কে একের পর এক বড় ট্রাকসহ অন্যান্য যানবাহনের সংঘর্ষের ফলে অনেক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়েছে। একাধিক স্থানে গাড়ি পিছলে সড়কের বাইরে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ আরও জানিয়েছে, ওই ঘটনায় অন্তত ৩০ থেকে ৪০টি সেমি-ট্রাক ও ভারী ট্রাক একসঙ্গে জটলা পাকিয়ে পড়ে, যার ফলে ব্যস্ত এই আন্তঃরাজ্য মহাসড়কটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও সড়কটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব হয়নি।