News71.com
 International
 27 Jan 26, 01:38 PM
 4           
 0
 27 Jan 26, 01:38 PM

ব্রিটেনে বড় দুই দলে ভাঙন॥রাজনৈতিক অস্থিরতা চরমে  

ব্রিটেনে বড় দুই দলে ভাঙন॥রাজনৈতিক অস্থিরতা চরমে   

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের রাজনীতি বর্তমানে শতাব্দীর অন্যতম ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির প্রধান দুই রাজনৈতিক দল লেবার পার্টি ও কনজারভেটিভ পার্টি একযোগে অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব সংকটে জর্জরিত হয়ে পড়েছে। এই অস্থিরতার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে দেশটির ভঙ্গুর অর্থনীতি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। দীর্ঘদিনের দুই-দলীয় রাজনৈতিক ব্যবস্থা এখন পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে গতানুগতিক রাজনীতির প্রতি তীব্র অনীহা তৈরি হওয়ায় ২০২৬ সালের আসন্ন স্থানীয় নির্বাচনকে বর্তমান ব্যবস্থার জন্য একটি বড় অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

বর্তমানে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে এক ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে গোর্টন ও ডেন্টন উপ-নির্বাচনকে কেন্দ্র করে এই সংঘাত চরম রূপ নিয়েছে। দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি (এনইসি) স্টারমারের সমর্থনে গ্রেটার ম্যানচেস্টারের জনপ্রিয় মেয়র অ্যান্ডি বার্নহামকে প্রার্থী হতে বাধা প্রদান করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন