News71.com
 International
 19 Feb 16, 08:58 AM
 701           
 0
 19 Feb 16, 08:58 AM

জঙ্গীগোষ্ঠী আইএসের হাতে শিশুদের অপব্যবহার বেড়েছে ।।

জঙ্গীগোষ্ঠী আইএসের হাতে শিশুদের অপব্যবহার বেড়েছে ।।

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামকি স্টেট (আইএস) জঙ্গিবাদী কর্মকান্ডে শিশুদের ব্যবহার বাড়িয়ে দিয়েছে। আইএসের হয়ে ২০১৫ সালে জঙ্গি তৎপরতায় জড়িত থাকা যেসব শিশু নিহত হয়েছে, তাদের সংখ্যা ২০১৪ সালের চেয়ে দ্বিগুণ।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা আইএসের হাতে শিশুদের অপব্যবহৃত হওয়ার এই চিত্র তুলে ধরেছেন। একইসঙ্গে আইএসের প্রাচরণা কৌলশ নিয়ে কথা বলেছেন তারা।

আইএসের প্রাচরণা গ্রুপের শিকার হয়ে আট থেকে ১৮ বছর বয়সি ৮৯ শিশু বিভিন্ন যুদ্ধে নিহত হয়েছে। তা ছাড়া ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে আইএসের সঙ্গে জড়িত হয়েছে প্রায় তিন গুণ বেশি শিশু।

যুক্তরাষ্ট্রের এক সংবাদ মাধ্যমে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত যেসব শিশু আইএসের সঙ্গে জড়িত ছিল, তাদের মধ্যে ৩৯ শতাংশ আত্মঘাতী হামলা করতে গিয়ে নিহত হয়েছে। আর যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে ৩৩ শতাংশ।

তবে গবেষকরা জানিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই যে, আইএসের অপব্যবহারের শিকার হয়ে শিশু নিহতের যে সংখ্যা উঠে এসেছে, বাস্তবে এই সংখ্যা আরো বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন