আন্তর্জাতিক ডেস্ক: ভারত-বাংলাদেশের বসির হাট সীমান্তের বেশ কিছু অরক্ষিত অংশ দেশের অভ্যন্তরীন নিরাপত্তার পক্ষে বিপদ হয়ে দাঁড়াচ্ছে জানিয়ে দিল্লীতে রির্পোট পাঠাল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সী (এনআইএ)। ঐ রির্পোটে বলা হয়েছে, অবৈধভাবে ভারতে ঢোকা ভিনদেশী নাগরিকদের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। এখানে বসে তারা ভারত বিরোধী বিভিন্ন কার্যকলাপ চালাচ্ছে এবং নাশকতার পরিকল্পনা করছে বলেও ধারণা করা হচ্ছে।
এন আই এ'র দেওয়া এই রির্পোটের পরিপ্রেক্ষিতে রাজ্য গোয়েন্দা দপতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজ্য গোয়েন্দা দপ্তরের এক কর্তার কথায়, এই খবর তারা আগেই পেয়ে ছিলেন এবং এই নিয়ে বিস্তারিত তথ্য আগেই দিল্লীতে পাঠানো হয়েছে।