নিউজ ডেস্ক : কোরিয়া সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে ।আজ শনিবার কোরীয় সীমান্তের কাছে ভারী গোলা বর্ষণ করেছে উত্তর কোরিয়া । সীমান্তের কাছে সামরিক মহড়ার সময় এই গোলা বর্ষণ করা হয়। দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন।
সম্প্রতি পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ কোরিয়া আগামী মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ববৃহৎ বার্ষিক সামরিক মহড়া করার ঘোষণা দেয়ার কয়েক দিন পর এই ঘটনা ঘটল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, পীত সাগরে উভয় কোরিয়ার মধ্যবর্তী বিরোধপূর্ণ জলসীমানার কাছে ‘উত্তর কোরিয়া একটি গোলা বর্ষণ করেছে।’ তিনি আরো বলেন, ‘গোলাটি উত্তর কোরীয় জলসীমার মধ্যেই পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আমাদের কোন ক্ষতি হয়নি।’
বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, এই ঘটনায় ইয়েওনপিয়েওং দ্বীপের বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য অল্প সময়ের জন্য বাসস্থান থেকে পালিয়ে যায়।