News71.com
 International
 20 Feb 16, 06:49 AM
 762           
 0
 20 Feb 16, 06:49 AM

সিরিয়া প্রশ্নে তুরস্ককে জাতিসঙ্ঘের মুখোমুখি করছে রাশিয়া।।

সিরিয়া প্রশ্নে তুরস্ককে জাতিসঙ্ঘের মুখোমুখি করছে রাশিয়া।।

নিউজ ডেস্ক : তুরস্ক ও সিরিয়া সীমান্তে ক্রমোবনতিশীল পরিস্থিতি এবং সিরিয়ায় তুরস্কের সেনা পাঠানোর পরিকল্পনার প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছে রাশিয়া। গতকাল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক ঐক্য ব্যাহত করতে পারে তুরস্কের এমন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে একটি খসড়া বিল পরিষদে জমা দেয়ার ইচ্ছা প্রকাশ করছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, সিরিয়ান কুর্দি যোদ্ধাদেরকে দেয়া মার্কিন অস্ত্র জনসাধারণের ওপর ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য, আইএস দমনে সিরিয়ান কুর্দিস ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টিকে (পিওয়াইডি) সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন