আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় নির্জন কারাবাসের পর মুক্তি পেলেন আলবার্ট উডফক্স (৬৯) নামের এক বন্দী। দীর্ঘ ৪৩ বছর কারাভোগের পর গতকাল ১৯ ফেবরুয়ারী শুক্রবার তিনি লুইজিয়ানার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
জানাগেছে ব্রেন্ট মিলার নামের এক কারারক্ষীকে হত্যা মামলায় উডফক্স ১৯৭২ সাল থেকে কারাবন্দী ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘অ্যাঙ্গোলা থ্রি’ নামের একটি দলের সদস্য হিসেবে কারারক্ষীকে হত্যায় অংশ নেন। উডফক্সের বিরুদ্ধে গলা কেটে করে হত্যার অভিযোগ আনা হয়। তবে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণের পক্ষে ছিল। সবশেষে, গলা কেটে হত্যার সঙ্গে উডফক্স সরাসরি জড়িত নন—এমন অভিযোগ আনা হলে তাঁর মুক্তি মেলে।