News71.com
 International
 20 Feb 16, 07:16 AM
 834           
 0
 20 Feb 16, 07:16 AM

বিশ্ব বাজারে জনপ্রিয় ব্রান্ড অ্যাপল-কে বয়কটের ডাক দিয়ে আবার বিতর্কে প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প।।

বিশ্ব বাজারে জনপ্রিয় ব্রান্ড অ্যাপল-কে বয়কটের ডাক দিয়ে আবার বিতর্কে প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প।।

নিউজ ডেস্ক : সারা পৃথিবীর জনপ্রিয় ব্রান্ড অ্যাপল-কে বয়কটের ডাক দিয়ে আবারও বিতর্কে রিপাবলিকান দলের প্রেসিডন্ট প্রাথী ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ার বন্দুকবাজের আইফোন আনলক করতে না দেওয়ায় অ্যাপলের বিরুদ্ধে এই বয়কটের ডাক ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির টিকিট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, নিজেদের ব্যবসা বাড়ানোর স্বার্থে জাতীয় নিরাপত্তার মতো বিষয়কে বলি দিতে চাইছে অ্যাপল।

উল্লেখ্য ২০১৫-র ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোয় বন্দুকবাজরা হামলা চালায়। রিজওয়ান ফারুক নামে এক যুবক এবং তার স্ত্রী তশফিনের চালানো সেই হামলায় ১৪ জনের মৃত্যু হয়। জখম হন ২২ জন। রিজওয়ান যে আইফোন ব্যবহার করত, তার থেকে বিভিন্ন তথ্য উদ্ধার করতে চাইছেন মার্কিন গোয়েন্দারা। আমেরিকার সরকার তার জন্য অ্যাপল-এর সহযোগিতা চেয়েছে।

জঙ্গী সংগঠন আইএস-এর সঙ্গে রিজওয়ান ও তশফিনের যোগ ছিল বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন। তাদের ব্যাবহার করা আইফোনকে আনলক করে বিভিন্ন তথ্য উদ্ধার করা গেলে, রিজওয়ানদের সঙ্গে আইএস-এর যোগসূত্র প্রমাণ করতে সুবিধা হবে বলে মনে করেন মার্কিন গোয়েন্দারা । হিসাব অনুযায়ি তারা আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেলের সহযোগিতা চান । কিন্তু অ্যাপল জানিয়েছে, ক্রেতার ব্যক্তিগত রেকর্ড অন্যের কাছে প্রকাশ করা সংস্থার নীতিবিরুদ্ধ। তাই রিজওয়ানের আইফোন মার্কিন গোয়েন্দাদের কাছে কিছুতেই আনলক করা হবে না। উদ্ভুত পরিস্থিতিতে আমেরিকার সরকার এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আইফোন আনলক করার জন্য অ্যাপলকে যাতে নির্দেশ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন