News71.com
 International
 21 Feb 16, 11:19 AM
 796           
 0
 21 Feb 16, 11:19 AM

নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব নাকচ ।। তুর্কি সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন

নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব নাকচ ।। তুর্কি সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার দেওয়া প্রস্তাব নাকচ হওয়ার ২৪ মিটার মধ্যেই তুরস্কের সীমান্তবর্তী আর্মেনিয়ার ইরিবুনি বিমানঘাঁটিতে বেশকিছু জঙ্গিবিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপ তুরস্কের কপালে চিন্তার ভাজ ফেলেছে। গতকাল শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জঙ্গি বিমান মোতায়েনের খবর নিশ্চিত করা হয়েছে । তুরস্ক সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভেন। আর রাশিয়ার ওই ঘাঁটি রাজধানীর কাছেই অবস্থিত।

জানাগেছে রাশিয়ার মোতায়েন করা বিমানের মধ্যে চতুর্থ প্রজন্মের চারটি মিগ-২৯ এবং অনেকগুলো অত্যাধুনিক মিগ-২৯এস বোমারু বিমান রয়েছে। এছাড়া একটি এমআই-৮এমটি হেলিকপ্টারও পাঠানো হয়েছে। এ ঘাঁটিতে আগে থেকেই রাশিয়ার চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক নয়টি মিগ-২৯ বিমান মোতায়েন রয়েছে। এসব বিমান চার হাজার কেজি অস্ত্র বহনে সক্ষম। এগুলোর জ্বালানি ট্যাংকও তুলনামূলকভাবে অনেক বড়।

উল্লেখ্য সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত শুক্রবার রাশিয়া একটি প্রস্তাব দেয়। রাশিয়ার ঐ প্রস্তাবে সিরিয়ার আভ্যন্তরিন বিষয়ে তুরস্ককে সামরিক হস্তক্ষেপ করতে নিষেধ করা হয় । কিন্তু তুরস্ক ও তার মিত্র আমেরিকার কুটনৈতিক তৎপরতার কারনে নিরাপত্তা পরিষদে রাশিয়ার প্রস্তাব নাকচ হয়ে যায়। জাতিসংঘে রুশ খসড়া ইশতেহার নাকচ হওয়ার মাত্র একদিনের মধ্যেই গতকাল শনিবার বিমান ও হেলিকপ্টার মোতায়েনের ঘোষণা দিল মস্কো। খসড়া ইশতেহারে শিগগিরই সিরিয়ায় তুর্কি গোলাবর্ষণ এবং সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানানো হয়েছিল

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন