News71.com
 International
 21 Feb 16, 11:41 AM
 752           
 0
 21 Feb 16, 11:41 AM

মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিসহ ২১২ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার ।।

মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিসহ ২১২ অভিবাসী শ্রমিক গ্রেপ্তার ।।

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অধিবাসিদের ধর পাকড় চলছেই । গতকালও ছয় বাংলাদেশিসহ ২১২ অবৈধ অভিবাসী ও স্থানীয় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার অভিবাসন কর্মকর্তারা। শনিবার দেশটির চারটি স্থানে পরিচালিত এক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দেশটির মালাক্কা রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক ফৌজি আবদুল্লাহ বলেন, অন্য আটক ব্যক্তিদের মধ্যে নেপালের ১৬১, চীনের ২২, ইন্দোনেশিয়ার ১০, মিয়ানমারের আট, শ্রীলঙ্কার চার ও ভারতের একজন রয়েছেন।

ফৌজি আবদুল্লাহ বলেন, ‘আমরা ৩৫০ জনের কাগজপত্র পরীক্ষা করে ২১২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছি। তাঁদের বয়স ২০ থেকে ৫৫ বছর। তাঁদের মালাকা রায়া এলাকার দুটি নৈশ ক্লাব, কেলেমাকের একটি অ্যাপার্টমেন্ট ও মাউরা সুঙ্গাই দুইয়োং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’ তিনি আরও বলেন, স্থানীয় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন