নিউজ ডেস্ক : আবারও অশান্ত হয়েছে ভারতের কাশ্মীর অঞ্চল । পুলিশ ও সেনার উপর ফের আঘাত হানল জঙ্গিরা। গতকাল শনিবার কাশ্মীরের পাম্পোর এলাকায় শ্রীনগর-জম্মু সড়কের উপরে সিআরপিএফের একটি কনভয়ে হামলা চালায় তারা। হামলায় নিহত হন তিন জওয়ান ও এক স্থানীয় বাসিন্দা। আহত হন কমপক্ষে ১০ জন।
অপরদিকে আজ রবিবার সকালে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন আরও এক সেনা অফিসার। গতকাল শনিবার জঙ্গিরা হামলা চালালে পাল্টা জবাব দেয় জওয়ানরাও। সেই সময় পাশের একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে প়ড়ে জঙ্গিরা। সেখানে তখন প্রায় ১০০ জন পড়ুয়া ও কর্মী হাজির ছিলেন। জঙ্গিরা তাঁদের পণবন্দি করতে পারে, এই আশঙ্কায় দ্রুত ওই ভবন খালি করার কাজ শুরু করে নিরাপত্তাবাহিনী। নিরাপত্তা বাহিনীর তড়িৎ তৎপরতায় শেষ পর্যন্ত সবাইকেই নিরাপদে বের করা সম্ভব হয়েছে বলে দাবি জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি কে রাজেন্দ্রর।
শিক্ষাপ্রতিষ্ঠানের এক কর্মী অবশ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন জঙ্গিরাই তাঁদের বেরিয়ে যেতে বলেছিল। প্রতিষ্ঠানকে ঘিরে ফেলে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে বাহিনী। সিআরপিএফের পাশাপাশি সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশও অভিযানে নেমেছে। পঠানকোট হামলার পরেও ভারত-পাক শান্তিপ্রক্রিয়া নিয়ে আশা ছাড়তে রাজি হননি নরেন্দ্র মোদী। ওই ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়ে সেই আশা বাঁচিয়ে রাখার ইঙ্গিত দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফও। তখন পাক সেনা ও আইএসআইকেও শরিফ পাশে পেয়েছিলেন বলে মনে করেছিল দিল্লি।
কিন্তু তার পরে শরিফের কর্তৃত্ব ফের আলগা হয়ে যাচ্ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা। তবে এখনই নওয়াজ শরিফের উপরে পুরোপুরি আস্থা হারাতে রাজি নয় মোদী সরকার। সাউথ ব্লকের এক কর্তার কথায়, ‘‘শরিফ এখনও জঙ্গি সংগঠনগুলিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলেই আমরা মনে করি। পঠানকোট তদন্ত নিয়েও এগোনোর চেষ্টা করছেন তিনি। তা করতে গিয়ে তাঁকে নানা বাধার মুখেও পড়তে হচ্ছে।’’ এ দিনই পঠানকোট তদন্ত নিয়ে ‘প্রকৃত তথ্য’ পাক পার্লামেন্টে জানাতে শরিফকে চাপ দিয়েছেন বিরোধী পাকিস্তান পিপলস পার্টির নেতা সৈয়দ খুরশিদ শাহ।
খুরশিদের কথায়, ‘‘পঠানকোট নিয়ে ভারত ভিত্তিহীন অভিযোগ করছে। প্রধানমন্ত্রীর উচিত সব তথ্য পার্লামেন্টে পেশ করা।’’ সরকারি সূত্রে খবর, মার্চে পাক সন্ত্রাস-দমন দফতরের ইনস্পেক্টর জেনারেল রাই তাহিরের নেতৃত্বে একটি দল ভারতে আসবে। প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনার অনুমতি নিয়ে পাক গোয়েন্দারা পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতেও যাবেন। দু’দিন আগে পঠানকোট নিয়ে এফআইআর করেছে পাক গোয়েন্দা সংস্থা। সেই এফআইআরের প্রতিলিপি দিল্লিতে পাঠিয়েছে ইসলামাবাদ।