আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডন্ট পদে দলীয় মনোনয়নের লড়াই থেকে বিদায় নিয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ। দাতাদের ব্যাপক সমর্থন ও পরিচিতি সত্ত্বেও শনিবার তিনি তার নির্বাচনী প্রচারণা বন্ধের ঘোষণা দেন। জেব বুশ আমেরিকার সাবেক এক প্রেসিডন্টের পুত্র ও আর এক মার্কিন প্রেসিডেন্টের ভাই ।
রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। আর অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় স্থানে থাকার জন্য লড়ছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও। অন্যদিকে সর্বাত্মক প্রচার-প্রচারণা ও সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও জেব বুশ এই অঙ্গরাজ্যে ভোট পেয়েছেন মাত্র আট শতাংশ।
গতকাল জেব বুশ বলেন, ‘আজ রাতে আমি আমার নির্বাচনী প্রচারণা বন্ধের ঘোষণা দিচ্ছি। আমি গর্বিত যে আমাদের দেশকে ঐক্যবদ্ধ করতে আমরা কাজ করেছি।’প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের প্রিয় হিসেবে পরিচিত এই মনোনয়নপ্রত্যাশীর পক্ষে তার ভাই জর্জ ডব্লিউ বুশ, তার মা সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ প্রচারে নেমেছিলেন। কিন্তু জেব বুশের শেষ রক্ষা হয়নি।
রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীরা নেভাডা অঙ্গরাজ্যে দলীয় ককাসে পরবর্তী লড়াইয়ে নামবেন। নেভাডায় রিপাবলিকান ককাস অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই।