নিউজ ডেস্ক : সিরিয়ার হোমস শহরে আজ রোববার পর পর দুটি শক্তিশালী গাড়িবোমার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত ও ১০০ জনেরও বেশী লোক আহত হয়েছে। দেশটির গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী একটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম এ খবর দিচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের ভাষ্য, হোমস শহরের জাহরা জেলায় বিস্ফোরণ দুটি ঘটে। হোমস শহরের এ জোড়া বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। সরকারি সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভীষন জানাচ্ছে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ২৯ জন আহত হয়েছে।
এদিকে দামেস্কপন্থী অপর একটি টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে আহত লোকজন, ক্ষতিগ্রস্ত দোকানপাট, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও পুড়ে যাওয়া গাড়ি দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা সম্ভব হয়নি। এবং কোন জঙ্গী গোষ্টি আজকের হামলা দায় স্বীকার করেনি।