News71.com
 International
 21 Feb 16, 09:05 AM
 746           
 0
 21 Feb 16, 09:05 AM

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।।

সোহাগ সরকার , কলকাতা : আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ উপ-হাই কমিশনারের কার্যালয়ে কলকাতায়ও যথাযোগ্য মর্যাদার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। অনুষ্ঠানটি আজ বিকাল ৪ টার সময় শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন দেশের উপ হাই কমিশনের আসাতে বিলম্ব হওয়া অনুষ্ঠানটি ৫ টায় শুরু হয় । কলকাতায় দ্বায়িত্বরত ডেপু হাই কমিশনার  জনাব জকি আহাদ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের প্রথমে তিনিই স্বাগত বক্তব্য দেন। স্বাগত ব্ক্তব্যে তিনি বলেন বাংলা ভাষা শুধু বাংলাদেশের মধ্যে সিমাবদ্ধ থাকবে না ।বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা বলেছেন ,বাংলা ভাষাকে অফিসিয়ালই সারা বিশ্বের দোরগোড়ায় পৌছিয়ে দেবার জন্য তিনি নিরালস কাজ করে চলেছেন।

আনুষ্ঠানের শুরু তে রবীন্দ্রভারতীর কৃতি ছাত্রী পল্লবীর দেশত্ববোধক গান দিয়ে শুরু হয়।গানটি শেষ হওয়ার পর মহান ভাষা শহীদের আত্মার শান্তি কামনা করে উদ্দ্যশে সবাই দাডিয়ে এক মিনিট নিরবতা পালন করেন

শুভেচ্ছা ব্ক্তব্যে আমেরিকার উপ-হাই কমিশনার বক্তৃতার প্রথমে সবাইকে বাংলায়  নমষ্কার ও আসালামলাইকুম জানান ।শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন।তিনি বলেন ,যখন বাংলাদেশ স্বাধীনতার ডাক দেয়ায়,তখনকার ভারতের প্রধানমন্ত্রী ইন্দ্রাগান্ধী বাংলাদেশর বন্ধু হয়ে সাহায্য করেছেন ।তাদের অসামান্য অবদান রয়েছে।আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ৫২ ভাষা আন্দোলন ছিলো গুরুত্বপূর্ণ ।তার পর জার্মান উপ হাই কমিশনার তানার  সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করেন ।।ফ্ররান্সের বিশেষ অতিথী বক্তৃতা দেন। তিনি বাংলায় কথা বলছিলেন।তানার বক্তব্যে উপ্থিত সবার মাঝে চরম উল্লাস ,আনন্দ সৃষ্টি করেছে। তিনি বলছেন ।আমি চীপ হুইপ হতে পারি ।কিন্তু তোমাদের কাছে মানুষ। আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো এই লাইনটি খুব হাসি মুখে বলেন।আর বলেন ফ্ররান্স বাংলাদেশের সাথে সবসময় আছে।

বক্তৃতার পালা শেষ হবার পরেই মূল সংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেন। মোদের গরব -মোদের আশা এই গানটি নিয়ে অনষঠানের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে বাংলা গানের পাশাপাশি  ইন্ডিয়ান ও রাশিয়ার শিল্পীরা পপ সংঙ্গীত পরিবেশন করেন । ভূটান নাচের একটি  পারফরমেন্সই করেন। আমার ভায়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফ্রুেব্রুয়ারি ।আমি কি ভুলিতে পারি।এই গানের মাধ্যমে সন্ধ্যা ৭.২৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন