নিউজ ডেস্ক : বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বিশ্বের ৩৭তম নিম্ন জিডিপির দেশ পাকিস্তান। আর সেই নিন্ম আয়ের দেশের প্রধানমন্ত্রী এক মাসে শুধু বিদেশ সফর বাবদ রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করেন প্রায় দেড় কোটি টাকা। বর্তমানে দেশটির একজন সাধারণ মানুষের মাথাপিছু মাসিক আয় মাত্র ১১৬ মার্কিন ডলার বা নয় হাজার ৯৭ টাকা।
চলতি সপ্তাহে পাকিস্তানের জাতীয় সংসদ অধিবেশনে নওয়াজ শরিফের বিদেশ সফর সংক্রান্ত এসব তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জুন মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে নওয়াজ শরিফ ১৭ বার যুক্তরাজ্য সফরে গেছেন। চারবার গেছেন যুক্তরাষ্ট্র সফরে এবং তিনবার চীনে।
নওয়াজ শরিফ পাকিস্তানের শীর্ষ ধনীদের একজন। রীতিমতো ধনকুবের প্রধানমন্ত্রী তিনি। তাঁর সম্পদের পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলার বা সাত হাজার ৮৪২ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া সরকারি বেতন ১৬০০ ডলার বা এক লাখ ২৫ হাজার ৪৮২ টাকা তিনি নিজে গ্রহণ না করে পাকিস্তানের গণশিক্ষা প্রকল্পে অনুদান হিসেবে দিয়ে দেন।
তবে বিদেশ সফরগুলো রাষ্ট্রীয় খরচেই করেন তিনি। আর তাঁর এই বিদেশ সফরের জন্য প্রতিবছর পাকিস্তান সরকারকে গুনতে হয় ২.২ মিলিয়ন ডলার বা প্রায় ১৭ কোটি ২৫ লাখ টাকা।
শুধু তাই নয়, পাকিস্তানের এই প্রধানমন্ত্রী তাঁর বর্তমান মেয়াদের এক-পঞ্চমাংশ সময়ই কাটিয়েছেন বিদেশ সফর করে। ২০১৩ সালের জুন মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে ৬৫ বার বিদেশ ভ্রমণে গেছেন নওয়াজ শরিফ।